E-PASSPORT NOTICE


বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদে ই-পাসপোর্ট প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

 স্পেন প্রবাসী সকল বাংলাদেশি ভাই/বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দূতাবাসে  ই-পাসপোর্ট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হবে।


 দূতাবাসে ই-পাসপোর্ট ইস্যু/রিইস্যুর জন্য নিম্নবর্ণিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।


১। প্রথম পর্যায়ে শুধুমাত্র যারা বর্তমানে স্পেনে বসবাস করছেন এবং ই-পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের  ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। শুধুমাত্র পূর্বনির্ধারিত এপয়েন্টমেন্টের ভিত্তিতে ই-পাসপোর্টের রিইস্যু আবেদন  ও এনরোলমেন্ট মাদ্রিদে দূতাবাসে গ্রহণ করা হবে।


২।  ই-পাসপোর্টের এপয়েন্টমেন্টের জন্য  আবেদনকারীদের  অতি অবশ্যই তাদের পাসপোর্টের  ফটোকপি এবং লস্ট রিপোর্টের কপি দূতাবাসের ইমেইলে consularmadrid@gmail.com পাঠিয়ে এপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। 

দূতাবাসের অন্য কোন ই-মেইলে বা মেসেঞ্জারে এপয়েন্টমেন্ট  চাইলে সেটি গ্রহণ করা হবে না। একটি ইমেইল থেকে শুধুমাত্র তিনটি এপয়েন্টমেন্ট আবেদন গ্রহণ করা হবে। স্পেনে যারা আগে এসেছেন এবং যাদের লস্ট রিপোর্ট আগে হয়েছে তাদের আগে এপয়েন্টমেন্ট প্রদান করা হবে। 

স্পেনিশ কর্তৃপক্ষের মাধ্যমে লস্ট রিপোর্ট ভেরিফাই করে এপয়ন্টমেন্ট প্রদান করা হবে। পূর্বনির্ধারিত এপয়েন্টমেন্ট ব্যতীত কারো ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না এবং লস্ট রিপোর্টের সিরিয়ালের ভিত্তিতে এপয়েন্টমেন্ট প্রদান করা হবে। এপয়েন্টমেন্টের জন্য এখনই ইমেইল প্রেরণ করা যাবে।


৩। এপয়েন্টমেন্ট পাবার পর অনলাইনে https://www.epassport.gov.bd/   ওয়েবসাইটে  ই-পাসপোর্টের আবেদন করতে হবে। 

বারকোডসহ উক্ত আবেদনের প্রিন্টকপি,  পুরনো পাসপোর্টের ফটোকপি, লস্ট রিপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি সহ দূতাবাসে এসে ফি জমা দিয়ে পাসপোর্টের আবেদন জমা দেয়া যাবে। দূতাবাসে শুধুমাত্র ক্রেডিট কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেয়া যাবে।


৪। ই-পাসপোর্টের ফির তালিকা

ক্রমিক নং

পাসপোর্টের পাতার সংখ্যা

মেয়াদ

ফি’র পরিমাণ

৪৮

০৫  বছর

১০০ ইউরো

৪৮ (অনুর্ধ ১৮ বছর)

০৫ বছর

১০০ ইউরো

৬৪

০৫ বছর

১৫০ ইউরো

৪৮

১০ বছর

১২৫ ইউরো

৬৪

১০ বছর

১৭৫ ইউরো

৪৮

১০ বছর

শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় স্পেনে আগত বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য

৫৫ ইউরো


৫। দূতাবাসের ব্যাংক একাউন্ট নম্বর Account Number: ES61 2100 9432 8222 0015 4034 (La Caixa Bank) । 

উক্ত একাউন্টে concept এ নিজের নাম লিখে টাকা জমা দিয়ে মূল রশিদ সহ ই পাসপোর্টের আবেদন জমা দেয়া যাবে। দূতাবাসে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সরাসরি ফি জমা দেয়া যাবে। ই-পাসপোর্টের জন্য  নগদ ফি জমা নেয়া হবে না। 

 

। স্পেনে ই-পাসপোর্ট রিইসুর জন্য অনেকেই অপেক্ষমান। অপেক্ষমানদের রিইসু কার্যক্রম সমাপ্ত হলে সাধারণ আবেদনকারী যারা এমআরপি থেকে ই-পাসপোর্ট করতে চান, তাদের আবেদন গ্রহণ করা হবে । 

এর জন্য বিস্তারিত নিয়মাবলী  ও তারিখ পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ই-পাসপোর্টের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

                              



ধন্যবাদান্তে বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ, স্পেন।     

০৬/০৭/২০২৩