পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে
পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগেঃ
- স্পেনে জন্মগ্রহনকারী শিশুদের জন্য
- বাংলাদেশী জন্মসনদের ফটোকপি।
-
- (জন্মস্থানের জায়গায় শিশু যে দেশে জন্ম হয়েছে সেই দেশ বা স্থানের নাম অবশ্যই উল্লেখ্য থাকতে হবে।)
-
- অনলাইন ইপাসপোর্ট আবেদন ফরম। (www.epassport.gov.bd) |
-
- স্প্যানিশ জন্মসনদের ফটোকপি।
-
- শিশুর বাবা মায়ের পাসপোর্টের ফটোকপি।
-
- শিশুর A4 সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
-
- ই-পাসপোর্ট ফি ১০০ (একশত) ইউরো ব্যাংক কার্ড অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে।
(ES61 2100 9432 8222 0015 4034, La Caixa Bank)
- মেশিন রিডেবল পাসপোর্ট হতে E-PASSPORT কনর্ভাশন করার জন্য
- মূল পাসপোর্ট |
-
- মূল পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি।
-
- অনলাইন ই-পাসপোর্ট আবেদন ফরম ।
-
- রেসিডেন্স কার্ড অথবা এমপাদ্রনামিয়েন্ত ফটোকপি।
-
- হারানোর প্রতিবেদন (যদি পাসপোর্ট হারিয়ে থাকে) ।
-
- ই-পাসপোর্ট ফি 125 (একশত পচিঁশ) ইউরো । (৪৮ পাতার ১০ বছর মেয়াদের জন্য । )
(ES61 2100 9432 8222 0015 4034, La Caixa Bank)