বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদে ই-পাসপোর্ট ইস্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি
১। স্পেন প্রবাসী বাংলাদেশিগণ যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ অথবা আগামী ৬ মাসের মধ্যে সমাপ্ত হবে, যাদের ই-পাসপোর্ট হারিয়ে গেছে অথবা যাদের এমআরপি পাসপোর্টে ডাটা সংশোধন প্রয়োজন ( যেমন পাসপোর্টে স্ত্রীর নাম সংযোজন, NID অনুযায়ী অন্য তথ্য সংশোধন ইত্যাদি) এমন যেকেউ ই-পাসপোর্ট করতে পারবেন। যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশী রয়েছে তাদের এইমুহুর্তে ই-পাসপোর্টের আবেদন নেয়া হবেনা। দূতাবাসের এপয়েন্টমেন্ট গ্রহণের ওয়েবসাইট https://citabdmadrid.com/ থেকে ই-পাসপোর্ট করার জন্য সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১২.৪৫ ঘটিকা এর মধ্যে অগ্রিম ছিতা গ্রহণ করতে হবে এবং এই ছিতার ভিত্তিতে ই-পাসপোর্টের রিইস্যু আবেদন ও এনরোলমেন্ট মাদ্রিদে দূতাবাসে গ্রহণ করা হবে। একই পরিবারের জন্য একটি এপয়েন্টের আবেদন করাই যথেষ্ট, তবে প্রত্যেকের নাম ছিতা গ্রহণের সময় উল্লেখ করতে হবে)। পাসপোর্ট হারিয়ে গেলে পুলিশের কাছ থেকে লস্ট রিপোর্ট সংগ্রহ করে ই-পাসপোর্টের আবেদন করতে হবে।
ই-পাসপোর্টের জন্য নতুন করে ছবি তোলা, ফিংগারপ্রিন্ট, চোখের আইরিস স্ক্যান ইত্যাদি বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করতে হবে বিধায় ৬ বছরের উর্ধে বার্সেলোনা সহ সকল শহরের প্রবাসীগণকে মাদ্রিদে দূতাবাসে এসে ই-পাসপোর্ট করতে হবে। স্পেনে জন্মগ্রহণকৃত সকল শিশুর জন্য এখন থেকে ই-পাসপোর্ট গ্রহণ বাধ্যতামূলক এবং ৬ বছরের কমবয়েসী শিশুদের ই পাসপোর্টের জন্য দূতাবাসে আসার প্রয়োজন নেই। পূরণকৃত অনলাইনফর্ম (এমআরপি নয়, ই পাসপোর্টের ফর্ম),বাবা মায়ের পাসপোর্ট ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি, শিশুর স্পেনিশ এবং বাংলাদেশি জন্মসনদ, শিশুর একটি বড়ছবি (3R), ফি জমা দেয়ার রশিদসহ ডাকযোগে MRW মারফত শিশুদের পাসপোর্টের আবেদন করা যাবে।
২। ই-পাসপোর্টের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন (BRC) যেকোন একটি প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সাথে অবশ্যই বর্তমান পাসপোর্টের সকল তথ্য যেমন নাম, পিতা/মাতার নাম, জন্মতারিখ ইত্যাদি অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে। কারো NID থেকে থাকলে তাদের জন্মনিবন্ধন দিয়ে ই-পাসপোর্ট করা যাবেনা এবং এক্ষেত্রে জন্মনিবন্ধন নম্বর অনলাইন আবেদনে উল্লেখ করার প্রয়োজন নেই। যাদের বর্তমান পাসপোর্ট, NID বা BRC তথ্যসমূহে কোন একটি গরমিল আছে তাদের আগেই দূতাবাসে এসে পরামর্শ গ্রহণ করে আবেদন করতে হবে। যাদের আগে এমআরপি পাসপোর্ট ছিল কিন্তু জন্মনিবন্ধন অনলাইন করা নেই তাদের যেখান থেকে জন্মনিবন্ধন করা হয়েছিল সেখান থেকে ইঅনলাইন জন্মনিবন্ধন করে নিয়ে আসতে হবে।
৩। জাতীয় পরিচয়পত্র (NID) ব্যতীত পাসপোর্টে তথ্য সংশোধন সম্ভব হবেনা। যাদের এমআরপি পাসপোর্ট বর্তমানে বিভিন্ন কারণে ইস্যু হচ্ছেনা বা আটকে আছে, একাধিক এমআরপি একটিভ আছে তাদের আগেই এমআরপি পাসপোর্টের সমস্যা সমাধান করতে হবে, এরপর তারা ই-পাসপোর্ট পাবেন। যারা NID অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে চান, তারা অনলাইন আবেদন NID অনুযায়ী করবেন।
৪। ই-পাসপোর্টের জন্য আবশ্যিকভাবে নিম্নবর্ণিত কাগজপত্র লাগবে
ক) অনলাইন আবেদন (https://www.epassport.gov.bd/)
খ) জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্মনিবন্ধন সার্টিফিকেট এর যেকোন একটি
গ) পুরনো এমআরপি পাসপোর্ট, পুরনো পাসপোর্টের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে লস্টরিপোর্ট
ঘ) স্পেনের রেসিডেন্স কার্ড অথবা পাদ্রামেন্তোর কপি
ঙ) পাসপোর্ট ফি ব্যাংকে জমাদিয়ে থাকলে অরিজিনাল রশিদ
৫। এপয়েন্টমেন্ট পাবার পর অনলাইনে https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটে ই-পাসপোর্টের আবেদন করতে হবে। অনলাইন আবেদনের শুরুতেই মাদ্রিদ, দূতাবাস সিলেক্ট করতে হবে। যথাযথভাবে এবং নির্ভুলভাবে সকলতথ্য সহঅনলাইন আবেদন পূরণ করে সাবমিট করতে হবে। অতঃপর বার কোডসহ উক্ত আবেদনপত্রের প্রিন্ট কপি, উপরে বর্ণিত সকল সাপোর্টিং কাগজপত্র সহনির্ধারিত এপয়েন্টমেন্টের দিন দূতাবাসে এসে ফি জমা দিয়ে পাসপোর্টের আবেদন জমা দেয়া যাবে। দূতাবাসে শুধুমাত্র ক্রেডিট কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেয়া যাবে।
৬। ই-পাসপোর্টের ফির তালিকা:
ক্রমিকনং |
পাসপোর্টের পাতার সংখ্যা |
মেয়াদ |
ফি’র পরিমাণ |
১ |
৪৮ |
০৫ বছর |
১০০ ইউরো |
২ |
৪৮ (অনুর্ধ ১৮ বছর) |
০৫ বছর |
১০০ ইউরো |
৩ |
৬৪ |
০৫ বছর |
১৫০ ইউরো |
৪ |
৪৮ |
১০বছর |
১২৫ ইউরো |
৫ |
৬৪ |
১০ বছর |
১৭৫ ইউরো |
৬ |
৪৮ |
১০ বছর |
শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় স্পেনে আগত বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য ৫৫ ইউরো |
৭। দূতাবাসের ব্যাংক একাউন্টন ম্বর
Account Number: ES61 2100 9432 8222 0015 4034 (La Caixa Bank) ।
উক্ত একাউন্টে concept এ নিজের নাম লিখে টাকা জমা দিয়ে মূল রশিদসহ ই পাসপোর্টের আবেদন জমা দেয়া যাবে। দূতাবাসে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সরাসরি ফি জমা দেয়া যাবে। ই-পাসপোর্টের জন্য নগদ ফি জমা নেয়া হবেনা।
৮। বিদ্যমান এমআরপি পাসপোর্ট কার্যক্রম চলমান থাকবে এবং এক্ষেত্রে এপয়েন্টমেন্ট গ্রহণ ছাড়াই যেকেউ দূতাবাসে এসে এমআরপি পাসপোর্ট করতে পারবেন। বার্সেলোনা কনসুলার সার্ভিসেও এমআরপি পাসপোর্টের রিইস্যু আবেদন গ্রহণ করা হবে। তবে নতুন শিশুদের জন্য ই-পাসপোর্ট গ্রহণ বাধ্যতামূলক।
ই-পাসপোর্ট সহ দূতাবাসের সামগ্রিক কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ, স্পেন।
০৯/০৮/২০২৩