FAQ

আবশ্যিকভাবে প্রযোজ্য বিষয় সমূহ (সকল ক্ষেত্রে)

-সেবা গ্রহীতাকে স্পেনের এ স্থায়ী বসবাসকারী হতে হবে এবং এ সংক্রান্ত প্রমাণক জমা দিতে হবে।

-কেবলমাত্র ডেবিট কার্ডে/ ব্যাংকের একাউন্টে ফি প্রদান করা যাবে। কোন নগদ লেনদেন বা ক্রেডিট কার্ডে ফি গ্রহণ করা হয় না।

-অসম্পূর্ণ আবেদনপত্র জমাদানকারীর নিকট ফেরত পাঠানো হবে।


পাসপোর্ট/ট্রাভেল পারমিট

প্রশ্নআমার জন্ম বাংলাদেশেআমি হাতে লেখা পাসপোর্ট নিয়ে স্পেনে এসেছিআমি এখন বাংলাদেশের পাসপোর্ট করতে চাইসে ক্ষেত্রে আমার কি কি কাগজ দরকার হবে ?

উত্তর: প্রথমত, আপনাকে বাংলাদেশী নাগরিকত্ব প্রমানের জন্য জাতীয় পরিচয়পত্র কপি, পিতা-মাতার ভোটার আইডি কপি (প্রযোজ্য ক্ষেত্রে), অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফর্ম পূরণপূর্বক সাবমিট করে প্রিন্ট আউট করবেন, পুরাতন পাসপোর্ট এবং এর ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি ছবি, ঠিকানা প্রমাণক মাদ্রিদ দূতাবাসে এ্যপয়েন্টমেন্ট নিয়ে স্ব-শরীরে আসতে হবে।


প্রশ্নআমার জন্ম বাংলাদেশেআমি হাতে লেখা পাসপোর্ট নিয়ে স্পেনে এসেছিকিন্তু আমার কাছে এখন অরজিনাল পাসপোর্ট বা কোন ফটোকপি বা কোন তথ্য নেইসে ক্ষেত্রে আমার করণীয় কি ? 

উত্তর: প্রথমত, আপনাকে স্থানীয় পুলিশ স্টেশন থেকে পুলিশ প্রতিবেদন সংগ্রহ করতে হবে। পুলিশ প্রতিবেদনে আপনার নাম, জন্ম তারিখ ও হারানো পাসপোর্টের নম্বরসহ তথ্য উল্লেখ থাকতে হবে। আপনাকে বাংলাদেশী নাগরিকত্ব প্রমানের জন্য জাতীয় পরিচয়পত্র কপি, পিতা-মাতার ভোটার আইডি কপি (প্রযোজ্য ক্ষেত্রে), অনলাইনে ই-পাসপোর্ট ফর্ম পূরণপূর্বক সাবমিট করে প্রিন্ট আউট করবেন, পুরাতন পাসপোর্ট এবং এর ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি ছবি,তারপর অনলাইনে এমআরপি ফর্ম পূরণ করে প্রিন্ট আউট করবেন, বাংলাদেশের স্থায়ী ঠিকানা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), সম্প্রতি তোলা এক কপি ছবি, ঠিকানা প্রমাণক সহ মাদ্রিদে এ্যপয়েন্টমেন্ট নিয়ে স্ব-শরীরে আসতে হবে।


প্রশ্নআমার জন্ম স্পেনেকিন্তু আমার পিতা-মাতা বাংলাদেশের নাগরিকসে ক্ষেত্রে আমি বাংলাদেশের পাসপোর্ট পেতে পারি কিনা এবং আমার কি কি কাগজপত্র লাগবে ?

উত্তর: প্রথমত, আপনাকে বাংলাদেশী ১৭ ডিজিটের জন্ম সনদ তৈরি করতে হবে, যেটা চাইলে আপনি অত্র মিশন থেকে করতে পারবেন। জন্ম সনদ পাওয়ার পর অনলাইনে ই-পাসপোর্ট ফর্ম পূরণপূর্বক সাবমিট করে প্রিন্ট আউট করবেন, পিতা–মাতার বাংলাদেশেী পাসপোর্টের ফটোকপি, আপনি ইউরোপে জন্ম গ্রহণ করে থাকলে উক্ত দেশ কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ [স্পেনে ব্যতিত অন্য দেশের জন্ম সনদ ইংরেজীতে অনুবাদপূর্বক সেই দেশের দূতাবাস/কনস্যুলেট কর্তৃক সত্যায়িত হতে হবে], সম্প্রতি তোলা এক কপি ছবি, ঠিকানা প্রমাণক এবং মাদ্রিদে এ্যপয়েন্টমেন্ট নিয়ে স্ব-শরীরে আসতে হবে।

অন্য কোন দেশের পাসপোর্ট থাকলে আবেদনের সাথে ফটোকপি জমা দিতে হবে।

প্রশ্নস্পেনে জন্ম গ্রহকারী বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিকদের বাংলাদেশী পাসপোর্ট পেতে কি করতে হবে বা কোন ধরনের কাগজপত্র লাগবে ? 

উত্তর: প্রথমত, আপনাকে বাংলাদেশী ১৭ ডিজিটের জন্ম সনদ তৈরি করতে হবে, যেটা চাইলে আপনি অত্র মিশন থেকে করতে পারবেন। জন্ম সনদ পাওয়ার পর অনলাইনে ই-পাসপোর্ট পূরণ পূর্বক সাবমিট করে প্রিন্ট আউট করবেন, পিতা–মাতার বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি, স্পেনে/ইউরোপে জন্ম গ্রহণ করে থাকলে উক্ত দেশ কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ [স্পেন ব্যাতীত অন্য দেশের জন্ম সনদ ইংরেজীতে অনুবাদ পূর্বক সেই দেশের দূতাবাস/কনস্যুলেট কর্তৃক সত্যায়িত হতে হবে], সম্প্রতি তোলা ০২ (দুই) কপি ছবি, পিতা-মাতার ০১ (এক) কপি ছবি, ঠিকানা প্রমাণক মাদ্রিদে এ্যপয়েন্টমেন্ট নিয়ে স্ব-শরীরে আসতে হবে। অন্য কোন দেশের পাসপোর্ট থাকলে আবেদনের সাথে ফটো কপি জমা দিতে হবে।

উল্লেখ্য যে, ০-০৬ বছর পর্যন্ত আবেদনকারীকে স্ব-শরীরে না এসে ডাকযোগে আবেদনপত্রে প্রেরণ করতে পারবেন।


প্রশ্নআমার জন্ম বাংলাদেশেআমি আমার পিতা/মাতার পাসপোর্টে স্পেন/ ইউরোপ এসেছিএখন আমি বাংলাদেশের পাসপোর্ট করতে পারবো কিনা বা কি করতে হবে বা কোন কাগজ লাগবে ?

উত্তর: প্রথমত, আপনাকে বাংলাদেশী ১৭ ডিজিটের জন্ম সনদ তৈরি করতে হবে, যেটা চাইলে আপনি অত্র মিশন থেকে করতে পারবেন। জন্ম সনদ পাওয়ার পর অনলাইনে এমআরপি ফর্ম পূরণ পূর্বক সাবমিট করে প্রিন্ট আউট করবেন, পিতা–মাতার বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি, সম্প্রতি তোলা ০১ (এক) কপি ছবি, ঠিকানা প্রমাণকসহ মাদিদে এ্যপয়েন্টমেন্ট নিয়ে স্ব-শরীরে আসতে হবে।

অন্য কোন দেশের পাসপোর্ট থাকলে আবেদনের সাথে ফটোকপি জমা দিতে হবে।


প্রশ্নআমার বাংলাদেশী এমআরপি রয়েছেকিন্তু সম্প্রতি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেসে ক্ষেত্রে নতুন পাসপোর্ট পেতে আমাকে কি করতে হবে বা কোন ধরনের কাগজ লাগবে ?

উত্তর: ই-পাসপোর্ট  ফর্ম পূরণ পূর্বক, বর্তমান পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, ঠিকানা প্রমাণক সহ স্ব-শরীরে (এ্যপয়েন্টমেন্ট করে) আবেদন করতে পারবেন।


প্রশ্নআমার পাসপোর্টটি (এমআরপিহারিয়ে গেছেআমার কাছে কোন ফটোকপিও নাইসে ক্ষেত্রে বাংলাদেশী নতুন পাসপোর্ট পেতে আমার করণীয় কি ?

উত্তর: পূর্ববর্তী বাংলাদেশী পাসপোর্টের তথ্য বাধ্যতামূলক প্রদান করতে হবে। আপনাকে স্থানীয় পুলিশ স্টেশন থেকে পুলিশ প্রতিবেদন সংগ্রহ করতে হবে। পুলিশ প্রতিবেদনে আপনার নাম, জন্ম তারিখ ও হারানো পাসপোর্টের নম্বরসহ তথ্য উল্লেখ থাকতে হবে। ই-পাসপোর্ট  ফর্ম পূরণ পূর্বক, মাদ্রিদে স্ব-শরীরে (এ্যপয়েন্টমেন্ট করে) আসতে হবে।


প্রশ্নআমার বয়স ১৮ এর নিচেসে ক্ষেত্রে এমআরপি রি-ইস্যু করতে আমাকে মাদ্রিদ যেতে হবে কিনা ?

উত্তর: আপনার বায়োমেট্টিক আপডেট করা হবে বিধায় আপনার বয়স ১৮ এর নিচে হলেও আপনাকে স্ব-শরীরে মিশনে ই-পাসপোর্ট করতে আসতে হবে।


প্রশ্নসদ্য জন্ম গ্রহণকারী বাচ্চাদের পাসপোর্ট করার জন্য স্ব-শরীরে মাদ্রিদ যেতে হবে কি না ?

উত্তর: সদ্য জন্ম গ্রহণকারী বাচ্চাদের পাসপোর্ট করার জন্য আবেদনকারীকে স্ব-শরীরে মাদ্রিদ দূতাবাসে আসতে হবে না। তবে আবেদনকারী চাইলে দূতাবাসে আসতে পারবেন।

উল্লেখ্য যে, ০-০৬ বছর পর্যন্ত আবেদনকারীকে স্ব-শরীরে না এসে ডাকযোগে ই-পাসপোর্ট আবেদনপত্র প্রেরণ করতে পারবেন।


প্রশ্নপ্রথমবার পাসপোর্ট করার সময়ে বাচ্চাকে মাদ্রিদ দূতাবাসে নিয়ে যেতে হয় নিবাচ্চার বয়স এখন / বছরের বেশিএখন করণীয় কি ?

উত্তর: বাচ্চার বয়স ০৬ (ছয়) বছরের বেশি হলে মাদ্রিদ দূতাবাসে নিয়ে আসতে হবে।


প্রশ্নআমার পাসপোর্টে প্রদত্ত স্থায়ী ঠিকানা আমি পরিবর্তন করতে পারবো কি না ?

উত্তর: অতি সাম্প্রতিক সরকারি নির্দেশনা অনুযায়ী পুরাতন পাসপোর্টে প্রদত্ত স্থায়ী ঠিকানা বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী পরিবর্তন করা যাবে।


প্রশ্নআমার পাসপোর্টে প্রদত্ত নাম বা নামের অংশ বিশেষ আমি পরিবর্তন করতে পারবো কি না ?

উত্তর: অতি সাম্প্রতিক সরকারি নির্দেশনা অনুযায়ী পুরাতন পাসপোর্টে প্রদত্ত নাম/নামের অংশ বিশেষ বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী পরিবর্তন করা যাবে।


প্রশ্নআমার পাসপোর্টে প্রদত্ত জরুরী ঠিকানা আমি পরিবর্তন করতে পারবো কি না ?

উত্তর: বর্তমান পাসপোর্টে প্রদত্ত জরুরী ঠিকানা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন।


প্রশ্নআমার পাসপোর্টে প্রদত্ত পিতা/মাতার নাম/নামের অংশ বিশেষ আমি পরিবর্তন করতে পারবো কি না ?

উত্তর: অতি সাম্প্রতিক সরকারি নির্দেশনা অনুযায়ী পুরাতন পাসপোর্টে প্রদত্ত পিতা/মাতার নাম/নামের অংশ বিশেষ বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী পরিবর্তন/সংশোধন করা যাবে।


প্রশ্নআমার পাসপোর্টে প্রদত্ত জন্ম তারিখ আমি সংশোধণ করতে পারবো কি না ?

উত্তর: অতি সাম্প্রতিক সরকারি নির্দেশনা অনুযায়ী পুরাতন পাসপোর্টে প্রদত্ত জন্ম তারিখ বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী সংশোধন করা যাবে।


প্রশ্নপাসপোর্টে স্পাউস নাম সংযোজন করতে কি কি করতে হবে বা কোন ধরনের কাগজ লাগবে ?

উত্তর: পাসপোর্টে স্পাউস নাম সংযোজন করতে হলে আবেদন পত্রের সাথে বৈবাহিক সার্টিফিকেট /নিকাহনামা /কাবিননামা [বাংলাদেশের হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্পেনে হলে Spanish Foreign Ministry কর্তৃক সত্যায়িত] সংযোজন করতে হবে।


প্রশ্নপাসপোর্টে স্পাউস নাম বাদ দিতে বা নতুন করে স্পাউজ নাম সংযোজন করতে কি কি করতে হবে বা কোন ধরনের কাগজ লাগবে ?

উত্তর: পাসপোর্টে স্পাউস নাম বাদ দিতে হলে আবেদনপত্রের সাথে বিচ্ছেদ সংক্রান্ত সনদ সংযোজন করতে হবে এবং নতুন করে স্পাউজ নাম সংযোজন করতে বৈবাহিক সার্টিফিকেট /নিকাহনামা /কাবিননামা [বাংলাদেশের হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্পেন হলে Spanish Foreign Ministry কর্তৃক সত্যায়িত] সংযোজন করতে হবে।


প্রশ্ননতুন ই-পাসপোর্ট  রি-ইস্যুবাচ্চাদের জন্য নতুন এমআরপি করতে হলে কতো টাকা লাগবে ?

উত্তর: ই-পাসপোর্ট বাচ্চাদের  ফি ১০০ (একশত) ইউরো।


প্রশ্নপাসপোর্টের ফি কিভাবে দিতে হবে ?

উত্তর: ডেবিট কার্ড বা ব্যাংকে জমাদানপূর্বক মূল রিসিপ্ট দিতে পারবেন। নগদ বা ক্রেডিট কার্ড কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।


প্রশ্নপাসপোর্টের ফি কি অনলাইনে জমা দেওয়া যাবে ?

উত্তর: পাসপোর্টের ফি অনলাইনে জমা দেওয়া যায় না। তবে ব্যাংকে জমা দিয়ে তার মূল রিসিপ্ট সংযোজন করতে পারবেন। ব্যাংকের একাউন্ট নাম্বার দূতাবাসের ওয়েব সাইটে পাবেন।

প্রশ্নপাসপোর্টের ফি ক্রেডিট কার্ড বা নগদ ক্যাশে গ্রহণ করা হয় কিনা ?

উত্তর: পাসপোর্টের ফি প্রদানের জন্য ক্রেডিট কার্ড বা নগদ ক্যাশ গ্রহণ করা হয় না।

প্রশ্নপাসপোর্টের ফি পোস্টাল অর্ডারের মাধ্যমে দেওয়া যাবে কি না ?

উত্তর: পাসপোর্টের ফি পোস্টাল অর্ডারের মাধ্যমে দেওয়া যাবে না ।

প্রশ্নবাংলাদেশী পাসপোর্ট পেতে কি ধরনের ফটো/পিকচার/ছবি দিতে হবে?

উত্তর: সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

প্রশ্ননতুন পাসপোর্টের জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে কি না ?

উত্তর: প্রথমবার পাসপোর্ট করতে হলে নিচের লিংকে অনলাইনে ফরম পূরণ করতে হবে:

 www.passport.gov.bd 

প্রশ্নপাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে অনলাইনে ফরম পূরণ করতে হবে কি না ?

উত্তর: পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে অনলাইনে ফরম পূরণ করতে হবে না। এক পাতার হাতে লেখা ফরম পূরণ করতে হবে। দূতাবাসের ওয়েবসাইটে যাবতীয় ফরম দেয়া আছে।

প্রশ্নএমআরপি করার জন্য স্ব-শরীরে মিশনে আসতে কোন এ্যপয়েন্টমেন্ট দরকার আছে কি না?

উত্তর: এমআরপি করার জন্য স্ব-শরীরে মিশনে আসতে এ্যপয়েন্টমেন্ট করতে হবে।

প্রশ্নএমআরপি পেতে কতো দিন সময় লাগতে পারে?

উত্তর: ন্যূনতম ০৮ (আট) সপ্তাহ কিন্তু ক্ষেত্র বিশেষ আরো দেরী হতে পারে। তবে আগে আসলে ডেলিভারী আগে দেওয়া হয়।

প্রশ্ননতুন পাসপোর্ট আবেদন করার কতো দিন পর পাসপোর্ট হাতে পাবো?

উত্তর: ন্যূনতম ০৮ (আট) সপ্তাহ কিন্তু ক্ষেত্র বিশেষ আরো দেরী হতে পারে।

প্রশ্নপাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোন ধরনের ঠিকানা প্রমাণক (প্রুফ অব এড্রেসদরকার হবে?

উত্তর: আবেদনকারীর নামে রেডিডেন্স কার্ড কপি অথবা এমপাদ্রনামিয়েন্ত কপির যে কোন একটি থাকতে হবে।

প্রশ্নআমার বাংলাদেশী কোন পাসপোর্ট নেইকিন্তু আমি বাংলাদেশে একেবারে চলে যেতে চাইসে ক্ষেত্রে আমাকে কি করতে হবে বা কোন ধরনের কাগজ লাগবে ?

উত্তর: বাংলাদেশী নাগরিক প্রমাণসরূপ আপনার পূর্ববর্তী বাংলাদেশী পাসপোর্টের কপি/জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)/জন্ম সনদ যে কোন একটি, মাদ্রিদ দূতাবাস কর্তৃক প্রদত্ত ট্রাভেল পারমিটের ফরম এবং চার কপি ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ট্রাভেল পারমিট ফি জরুরি ২০ ইউরো, সাধারণ ১০ ইউরো।


জন্ম সনদ

প্রশ্নআমি বাংলাদেশের নাগরিক কিন্তু আমার সন্তান স্পেনে জন্ম নিয়েছেবাংলাদেশী জন্ম সনদ পেতে কি করতে হবে বা কোন ধরনের কাগজ লাগবে ?

উত্তর: অনলাইনে জন্ম সনদের ফরম পূরণ করতে হবে । আবেদনপত্রের সাথে স্প্যানিশ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ, পিতা/মাতার বাংলাদেশী ডকুমেন্ট যেমন, বাংলাদেশী পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম সনদ, ঠিকানা প্রমাণক এবং আবেদনকারী ও পিতা/মাতার সদ্য তোলা ছবি সংযুক্ত করতে হবে।

প্রশ্নআমি বাংলাদেশে জন্ম গ্রহণ করেছিআমি কি মাদ্রিদ থেকে জন্ম সনদ পেতে পারি কি না ?

উত্তর: না।

প্রশ্নজন্ম নিবন্ধন সনদ প্রস্তুত হতে কতো দিন সময় লাগে ?

উত্তর: জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত হতে সর্বোচ্চ ১০(দশ) কর্ম দিবসের প্রয়োজন হয়।

প্রশ্নআমি মাদ্রিদ হতে ইতিমধ্যে জন্ম নিবন্ধন করেছি কিন্তু জন্ম সনদে কিছু তথ্য পরিবর্তন/সংশোধন করতে চাইআমার করণীয় কি ?

উত্তর: জন্ম সনদ সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে । আবেদনের সাথে জন্ম সনদ সংশোধনের প্রযোজ্য প্রমাণক সংযোজন করতে হবে।

প্রশ্নআমার জন্ম সনদটি হারিয়ে গেছেসে ক্ষেত্রে আগের জন্ম সনদটি পেতে করণীয় কি ?

উত্তর: জন্ম সনদপুণ:মুদ্রণের জন্য অনলাইনে আবেদন করতে হবে । আবেদনপত্রের সাথে পূর্বে ইস্যুকৃত জন্ম সনদের কপিসহ অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য যে, পুণ:মুদ্রণের জন্য ইস্যুকৃত জন্ম সনদটি মাদ্রিদ মিশন হতে নিবন্ধিত হতে হবে। অন্য কোথাও ইস্যুকৃত জন্ম সনদ মাদ্রিদ, স্পেন হতে সংশোধন/পুন:মুদ্রণ করতে পারবে না।

নোভিসারিকুয়ার্ড (এনভিআর)

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরএর জন্য হাতে লেখা ফরম গ্রহণ করে কি না ?

উত্তর: নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর) এর জন্য বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ হাতে লেখা ফরম গ্রহণ করে না।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরপেতে কি অনলাইনে ফরম পূরণ করতে হবে ?

উত্তর: আবেদনকারীকে অবশ্যই অনলাইন ফরম পূরণ করতে হবে।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরএর অনলাইন লিংকটা কি ?

উত্তর: www.visa.gov.bd

প্রশ্ন: নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর)এর ফরম অনলাইনে পূরণ করার পর সেটা প্রিন্ট করতে হবে কি না ?

উত্তর: নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর) এর ফরম অনলাইনে পূরণ করার পর ফরম সাবমিট (Submit) করে সেটা প্রিন্ট করতে হবে।

প্রশ্নআমার জন্ম বাংলাদেশেআমি যুক্তরাজ্যইউরোপীয়ান নাগরিকসে ক্ষেত্রে নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর)এর জন্য কি ধরনের কাগজ লাগবে?

উত্তর: বাংলাদেশী পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি বাংলাদেশ দূতাবাস হতে এনভিআর পেতে পারেন। পূর্ববর্তী বৃটিশ/ইউরোপীয়ান পাসপোর্টে এনভিআর থাকলে সেটার কপি আবেদনের সাথে সংযুক্ত করেও নতুন করে এনভিআর পেতে পারেন।

প্রশ্নআমার সন্তানের জন্ম স্পেনেকিন্তু আমি বাংলাদেশের নাগরিকসে ক্ষেত্রে আমার সন্তানের অনুকূলে নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরপেতে কি ধরনের কাগজ লাগবে?

উত্তর: আপনার সন্তানের স্প্যানিশ/ইউরোপীয় জন্ম সনদ [সংশ্লিষ্ট দেশ কর্তৃক সত্যায়িত ও প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজীতে অনুদিত], পিতা/মাতার বাংলাদেশী পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র থাকলে আপনার সন্তান বাংলাদেশ দূতাবাস হতে এনভিআর পেতে পারেন।

প্রশ্নআমারও আমার সন্তানের জন্ম স্পেনেকিন্তু আমার পিতা/মাতা বাংলাদেশের নাগরিকআমার পাসপোর্টে এনভিআর আছেসে ক্ষেত্রে আমার সন্তানের অনুকূলে নো-ভিসা রিকুয়ার্ড (এনভিআরপেতে কি ধরনের কাগজ লাগবে?

উত্তর: আপনার ইউরোপীয় জন্ম সনদ [সংশ্লিষ্ট দেশ কর্তৃক সত্যায়িত ও প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজীতে অনুদিত], আপনার পিতা/মাতার বাংলাদেশী পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ থাকলে আপনি বাংলাদেশ দূতাবাস হতে এনভিআর পেতে পারেন।

কিন্তু আপনার সন্তানের অনুকূলে এনভিআর পেতে হলে আপনার বাংলাদেশী পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র অবশ্যই আবেদনের সাথে সংযোজন করতে হবে।

প্রশ্নআমি বাংলাদেশের নাগরিকআমার স্পাউস স্প্যানিশ কিংবা ইউরোপের অন্য কোন দেশের নাগরিকসে ক্ষেত্রে আমার স্পাউসের অনুকূলে নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরপেতে কি ধরনের কাগজ লাগবে?

উত্তর: আপনার স্পাউসের অনুকূলে নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর) পেতে হলে আপনার বাংলাদেশী চলতি মেয়াদী পাসপোর্ট কপিতে বর্তমান স্ত্রীন নাম থাকতে হবে এবং আপনাদের বৈবাহিক সার্টিফিকেটটি স্প্যানিশ ফরেন অফিস অথবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সত্যয়ন পূর্বক আবেদনের সাথে সংযোজন করতে হবে।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরপেতে কোন ধরনের ফটো/পিকচার/ছতি দিতে হবে ?

উত্তর: সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ফটো আবেদন পত্রের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরএর আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে কি না ?

উত্তর: নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর) এর আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরআবেদন জমা প্রদানের জন্য স্ব-শরীরে আমাকে মাদ্রিদ দূতাবাসে আসতে যেতে হবে কি না ?

উত্তর: নো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর) আবেদন জমা প্রদানের জন্য আবেদনকারীকে স্ব-শরীরে আসতে হবে না। স্ব-শরীরে আবেদন জমা প্রদানের জন্য এ্যপয়েন্টমেন্ট করতে হবে।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর)এর আবেদন ডাকযোগে পাঠানোর পর ফি কিভাবে জমা দিবো ?

উত্তর: ব্যাংকে টাকা জমা দিয়ে তার মূল রিসিপ্ট সংযুক্ত করবেন।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরআবেদনপত্র ডাকযোগে পাঠানোর সময় ফি পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দেওয়া যাবে কি না ?

উত্তরঃ না।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআর)এর আবেদন স্ব-শরীরে জমা দিতে এপোয়েন্টমেন্ট দরকার আছে কি না ?

উত্তর: আবেদনপত্র স্ব-শরীরে জমা দিতে আবেদনকারীকে অনলাইনে এ্যপয়েন্টমেন্ট নিতে হবে।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরএর ফি ক্রেডিট কার্ড বা নগদ ক্যাশের মাধ্যমে দেওয়া যাবে কি না ?

উত্তর: কনস্যুলার সংক্রান্ত কোন সার্ভিসের জন্য ক্রেডিট কার্ড বা নগদ অর্থ গ্রহণ করা হয় না।

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরজমা প্রদানের পর কতো দিন সময় লাগে ?

উত্তর: সর্বোচ্চ ১০(দশ) কার্য দিবস ।

 

প্রশ্ননো-ভিসা-রিকুয়ার্ড (এনভিআরআবেদনের ক্ষেত্রে কোন ধরনের ঠিকানা প্রমাণক (প্রুফ অব এড্রেসদরকার হবে?

উত্তর:  রেসিডেন্স কপি অথবা এমপাদ্রনামিয়েন্ত কপি।

পাওয়ার অব এ্যাটর্ণী 

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য পাওয়ার দাতা/দাতাদের বাংলাদেশী পাসপোর্টের প্রয়োজন আছে কি না ?

উত্তর: পাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য পাওয়ার দাতা/দাতাদের অবশ্যই চলতি (valid) বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে।

প্রশ্নঃ পাওয়ার অব এ্যাটর্ণী গ্রহীতার বাংলাদেশী কোন ডকুমেন্টস দরকার হবে কি না ?

উত্তরঃ পাওয়ার অব এ্যাটর্ণী গ্রহীতার বাংলাদেশী পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম সনদ যে কোন একটি থাকলে হবে।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণীর ক্ষেত্রে কোন ধরনের ছবি/পিকচার দিতে হবে এবং কতো কপি ?

উত্তর: দাতা এবং গ্রহীতার সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি আবেদনের সাথে সংযোজন করতে হবে।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণীর ক্ষেত্রে কোন ফরম পূরণ করতে হবে কি না ?

উত্তর: পাওয়ার অব এ্যাটর্ণীর বাংলাদেশ হতে সরকারী রেভিনিউ স্ট্যাম্পে লিখিয়ে নিয়ে আসতে হবে। সাদা কাগজে প্রিন্টেড কপিতে দেয়া হয় না।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণীর জন্য ওয়ারিশনামা লাগবে কি না ?

উত্তর: বাবার নামে জায়গার দলিল/পর্চা থাকলে ওয়ারিশনামা/সাকশেসন সার্টিফিকেট লাগবে।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণীর মেয়াদ কতো দিন থাকে ?

উত্তর: পাওয়ার গ্রহীতা, উক্তরূপ প্রমাণীকৃত পাওয়ার অব এ্যাটর্ণী ও উহার প্রতিলিপি বাংলাদেশে প্রথম প্রবেশের পর,

(ক) ২ (দুই) মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন উপযুক্ত কর্মকর্তার নিকট দাখিল পূর্বক উক্ত কর্মকর্তা দ্বারা উল্লিখিত পাওয়ার অব এ্যাটর্ণী ও উহার প্রতিলিপির সত্যয়ন কার্য সম্পন্ন করে নিবেন।

(খ) (প্রযোজ্য ক্ষেত্রে) রেভিনিউ স্ট্যাম্প কম হলে ৩(তিন) মাসের মধ্যে স্ট্যাম্প আইনের বিধান অনুসারে স্ট্যাম্পযুক্ত করণের, বা ক্ষেত্রমত, Stamp Duties (Additional Modes of Payment) Act, 1974 (Act No. LXXI of 1974) অনুসারে স্ট্যাম্পশুল্ক পরিশোধের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং উক্ত ক্ষেত্রে স্ট্যাম্প আইনের বিধানাবলী প্রযোজ্য হবে।

(গ) ৪(চার) মাসের মধ্যে উক্ত মূল পাওয়ার অব এ্যাটর্ণী, প্রযোজ্য ক্ষেত্রে, নিবন্ধনের উদ্দেশ্যে যথাযথ ফিসহ সংশ্লিষ্ট সাব-রেজিষ্টার এর নিকট দাখিল করবেন এবং উক্ত ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের বিধানাবলী প্রযোজ্য হবে।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণীর আবেদনপত্র জমা প্রদানের কতো দিনের মধ্যে পাওয়া যাবে ?

উত্তর: আবেদনপত্র জমাদানের পর থেকে সর্বোচ্চ ৫(পাচ) কর্ম দিবসে এর মধ্যে ।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য পাওয়ার দাতা/দাতাদের স্ব-শরীরে দূতাবাসে যেতে হবে কি না?

উত্তর: পাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য পাওয়ার দাতা/দাতাদেরকে অবশ্যই স্ব-শরীরে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে উপস্থিত থাকতে হবে। সাথে দুইজন বাংলাদেশী পাসপোর্টের কপি সহ উপস্থিত হয়ে সাক্ষী দিতে হবে।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য পাওয়ার গ্রহীতাকে স্ব-শরীরে দূতাবাসে যেতে হবে কি না ?

উত্তর: পাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য পাওয়ার গ্রহীতাকে স্ব-শরীরে আসতে হবে না ।

প্রশ্নপাওয়ার অব এ্যাটর্ণী সার্ভিসের জন্য এ্যপয়েন্টমেন্ট দরকার আছে কি না ?

উত্তর: পাওয়ার অব এ্যাটর্ণী প্রদানের জন্য অবশ্যই অনলাইনে এ্যপয়েন্টমেন্ট নিতে হবে।

প্রশ্নবাংলাদেশ দূতাবাস মাদ্রিদে বিভিন্ন সার্ভিসের জন্য কিভাবে এ্যপয়েন্টমেন্ট নিতে হবে ?

উত্তর: বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট থেকে এ্যপয়েন্টমেন্ট নিতে হবে ।


প্রশ্নমাদ্রিদ দূতাবাসে ফোন করে এ্যপয়েন্টমেন্ট নেওয়া যাবে কি না ?

উত্তর: ফোন করে এ্যপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ নেই।


প্রশ্নপাসপোর্টজন্ম সনদপুলিশ ক্লিয়ারেন্সবিবাহ সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদসহ বিভিন্ন সনদ সত্যয়নের জন্য স্ব-শরীরে মিশনে যেতে হবে কি না ?

উত্তর: উপরোক্ত সার্ভিসের জন্য স্ব-শরীরে আসতে হবে না ।


প্রশ্নমাদ্রিদ দূতাবাসে হতে ম্যারিজ রেজিষ্টার করা যায় কিনা ?

উত্তর: মাদ্রিদ দূতাবাস হতে ম্যারিজ রেজিষ্টার সংক্রান্ত কোন সেবা প্রদান করা হয় না।


প্রশ্নকনস্যুলার সেবার বিভিন্ন তথ্য জানতে কি করণীয় ?

উত্তর: বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের ওয়েব সাইটে কনস্যুলার সংক্রান্ত সব ধরনের তথ্য দেওয়া রয়েছে।


প্রশ্নমিশনের নিজস্ব কোন ওয়েবসাইট রয়েছে কি নাযেখানে কনস্যুলার সংক্রান্ত সব ধরনের তথ্যাদি পাওয়া যাবে ?

উত্তর: বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ওয়েব সাইট:

https://madrid.mofa.gov.bd

প্রশ্নবাংলাদেশ দূতাবাসের ঠিকানা কি ?

উত্তর:

Embassy of Bangladesh

Calle Manuel Maranio- 13

28043, Madrid.

914019932