WEWB APPLICATION & FORM LINK

*** ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ করুন ***


Onlin Application Link : http://member.wewb.gov.bd/wewbm/createnewMemberHomeAll


যেভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ করা যাবে:


১) সদস্যপদ গ্রহণের নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। যাদের বয়স ১৮-৬৫ বছর তারাই সদস্য হতে পারবেন। ফর্ম দূতাবাসের ওয়েবসাইট থেকে বা সরাসরি দূতাবাস, কনসুলার সার্ভিস থেকে সংগ্রহ করা যাবে।


২) ০২ কপি ছবি, পাসপোর্টের ফটোকপি, রেসিডেন্ট কার্ড (যদি থাকে) এর ফটোকপি , এম্পাদ্রোনামিয়েন্তোর ফটোকপি ইত্যাদি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে।


৩) সদস্য ফি এককালীন ৪০ (চল্লিশ) ইউরো (এককালীন) । ফি সহ উক্ত আবেদনফর্ম দূতাবাসে/কনসুলার সার্ভিসে জমা দিতে হবে । উক্ত ফি দূতাবাসের নিম্নোক্ত একাউন্ট নম্বরে ব্যাংক ট্রান্সফার করে বা নগদ জমা প্রদান করে অনলাইনেও সদস্য হওয়া যাবে। LA CAIXA BANK. IBAN Account Number ES26 2100 9432 8222 0031 3259 (সতর্কীকরণঃ এটি দূতাবাসের কনসুলার সার্ভিস অর্থাৎ পাসপোর্ট, ভিসা ফি জমা দেয়ার একাউন্ট নয়, ভিন্ন একটি একাউন্ট)


৪) ব্যাংকে টাকা জমার রশিদসহ উপরোক্ত পূরণকৃত ফরম, পাসপোর্টের ফটোকপি, রেসিডেন্ট কার্ড (যদি থাকে) বা এম্পাদ্রোনামিয়েন্তোর ফটোকপি এবং ১ কপি পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে fslwmadrid@gmail.com এই মেইলে প্রেরণ করলে দূতাবাসে না এসেও অনলাইনেই সদস্য হওয়া যাবে।


৫) আপনার আবেদন প্রাপ্তির পর একটি মেম্বারশীপ মেম্বারশীপ কার্ড দেয়া হবে। ই-মেইলে আবেদনকারীদের ফিরতি ই-মেইলে মেম্বারশীপ কার্ডের কপি প্রেরণ করা হবে বা পরবর্তীতে দূতাবাস থেকেও কার্ডটি সংগ্রহ করা যাবে।


ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণের সুবিধাসমূহ -


১) পাসপোর্ট, জন্ম নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতাসহ স্পেনে বৈধ ভাবে অবস্থান, পারিবারিক ভিসা, বৈষয়িক, আর্থিক বা আইনী বিষয় সম্পর্কে বিস্তারিত সহযোগিতার সুযোগ।

 স্পেনবাসী শুধুমাত্র ওয়েজ আর্নার্স সদস্যগণ ৬০২৫৬২৫২০ নম্বরে হোয়াটস এপে তাদের মেম্বারশীপ নম্বর জানিয়ে দূতাবাসের শ্রম উইং এর সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং যে কোন বিষয়ে পরামর্শ গ্রহণ বা সমস্যা জানাতে পারবেন।


২) সদস্যদের মেধাবী সন্তানদের জন্য প্রতিবছর বোর্ড হতে শিক্ষা বৃত্তি প্রদান/ বাংলাদেশের বিভিন্ন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে প্রবাসী কোটায় ভর্তির সুযোগ প্রদানে সহযোগিতা,


৩) প্রবাসে মৃত্যু হলে মৃতদেহ দেশে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান এবং মৃত কর্মীর পরিবারকে বাংলাদেশে ০৩ (তিন) লক্ষ টাকা আর্থিক অনুদান গ্রহণে সহযোগিতা প্রদান ।


৪) আহত, পঙ্গু ও অসুস্থ প্রবাসী কর্মীদের আর্থিক সহযোগিতাসহ দেশে ফেরত আসায় সার্বিক সহযোগিতা প্রদান।


৫) কর্মস্থলে দূর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ/ইন্সুরেন্স/বেনিফিট আদায় ও ওয়ারিশদের নিকট বিতরণ করা হয়।


৬) প্রবাসী কর্মীর বাংলাদেশে সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।


দূতাবাস থেকে প্রদত্ত উপরোক্ত সুবিধাদি শুধুমাত্র ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যগণ প্রাপ্ত হবেন। আজই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হউন এবং একজন নিবন্ধিত প্রবাসী হিসেবে গর্বিত জীবন অতিবাহিত করুন।


(শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ, স্পেন)


***************

Application Form

http://member.wewb.gov.bd/wewbm/createnewMemberHomeAll